1. সদাপ্রভুই রাজা; সমস্ত জাতি কেঁপে উঠুক।তিনি করূবদের উপরে সিংহাসনে বসে আছেন;পৃথিবী টলমল করুক।
2. সিয়োনে বাসকারী সদাপ্রভু মহান;সমস্ত জাতি তাঁর অধীন।
3. সেই জাতিরা তাঁর গৌরব করুক;তিনি মহান ও ভক্তিপূর্ণ ভয়-জাগানো ঈশ্বর;তিনি পবিত্র।
4. যে রাজা ন্যায়বিচার ভালবাসেন তাঁর শক্তিকেতুমিই অটল করেছ,যাতে তিনি সৎ ভাবে বিচার করতে পারেন।তুমিই যাকোবের বংশের মধ্যে ন্যায়বিচার ও সততা বহাল করেছ।
5. আমাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব কর;তাঁর পা-দানির সামনে উবুড় হয়ে তাঁকে শ্রদ্ধা জানাও;তিনি পবিত্র।