গীতসংহিতা 95:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. এস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দের গান গাই;আমাদের রক্ষাকারী পাহাড়ের উদ্দেশে আনন্দধ্বনি করি।

2. চল, আমরা ধন্যবাদ দিতে দিতে তাঁর সামনে যাই,গানের মধ্য দিয়ে তাঁর উদ্দেশে আনন্দধ্বনি করি।

3. সদাপ্রভুই মহান ঈশ্বর;সমস্ত দেব-দেবতার উপরে তিনিই মহান রাজা।

4. পৃথিবীর সব গভীর স্থান তাঁরই হাতে রয়েছে;পাহাড়ের চূড়াগুলোও তাঁর।

গীতসংহিতা 95