6. বিধবা আর বিদেশীদের তারা মেরে ফেলছেআর অনাথদের খুন করছে।
7. তারা বলছে, “এদিকে সদাপ্রভুর চোখ নেই;যাকোবের ঈশ্বর খেয়াল করেন না।”
8. অসাড় অন্তরের লোকেরা, তোমরা কান দাও;ওহে বিবেচনাহীন লোকেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?
9. যিনি কান সৃষ্টি করেছেন তিনি কি শুনতে পান না?যিনি চোখ গড়েছেন তাঁর কি দেখার শক্তি নেই?
10. যিনি সব জাতিকে শাসন করেন ও মানুষকে শিক্ষা দেনতিনি কি শাস্তি না দিয়ে থাকবেন?
11. সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন;তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।
12. হে সদাপ্রভু, সেই লোক ধন্য যাকে তুমি শাসনে রাখআর তোমার আইন-কানুুন শিক্ষা দাও,
13. যাতে বিপদের দিনে সে সাহস পায়,যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।
14. সদাপ্রভু কখনও তাঁর লোকদের ত্যাগ করবেন না;যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।
15. বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।