13. যাতে বিপদের দিনে সে সাহস পায়,যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।
14. সদাপ্রভু কখনও তাঁর লোকদের ত্যাগ করবেন না;যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।
15. বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।
16. কে আমার পক্ষ হয়ে দুষ্টদের বিরুদ্ধে দাঁড়াবে?আমার পক্ষ হয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে কে দাঁড়াবে?