গীতসংহিতা 94:11-15 পবিত্র বাইবেল (SBCL)

11. সদাপ্রভু মানুষের সব চিন্তা জানেন;তিনি জানেন যে, সে সবই নিষ্ফল।

12. হে সদাপ্রভু, সেই লোক ধন্য যাকে তুমি শাসনে রাখআর তোমার আইন-কানুুন শিক্ষা দাও,

13. যাতে বিপদের দিনে সে সাহস পায়,যে পর্যন্ত না দুষ্ট লোকদের জন্য গর্ত তৈরী শেষ হয়।

14. সদাপ্রভু কখনও তাঁর লোকদের ত্যাগ করবেন না;যারা তাঁর নিজের সম্পত্তি তাদের তিনি ফেলে দেবেন না।

15. বিচারের রায় আবার ন্যায়পূর্ণ হয়ে উঠবে;যাদের অন্তর খাঁটি তারা সবাই তা মেনে চলবে।

গীতসংহিতা 94