গীতসংহিতা 94:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর,হে অন্যায়ের শাস্তি দেবার অধিকারী ঈশ্বর,তোমার আলো প্রকাশিত হোক।

2. হে জগতের বিচারকর্তা, তুমি ওঠো;অহংকারীদের যা পাওনা তা তুমি তাদের দাও।

3. আর কতকাল, হে সদাপ্রভু,আর কতকাল দুষ্ট লোকেরাআনন্দে মেতে থাকার সুযোগ পাবে?

4. তাদের মুখ থেকে কেবল দেমাক-ভরা কথার স্রোতবের হয়ে আসে;সেই অন্যায়কারীর দল বড়াই করে বেড়ায়।

গীতসংহিতা 94