15. অন্য জাতিরা নিজেদের খোঁড়া গর্তে তলিয়ে যাচ্ছে;তাদের লুকানো জালে তাদেরই পা জড়িয়ে গেছে।
16. ন্যায়বিচারের মধ্য দিয়ে সদাপ্রভু নিজেকে জানতে দেন;তিনি দুষ্টদের তাঁর কাজের ফাঁদে ফেলেন। [ধ্যান, সেলা]
17. যে সব জাতি ঈশ্বরকে ভুলে যায়সেই দুষ্টেরা মরে মৃতস্থানে যাবে।
18. অভাবীদের চিরকাল ভুলে থাকা হবে না;অসহায়দের আশা কখনও অপূর্ণ থাকবে না।
19. হে সদাপ্রভু, তুমি ওঠো,মানুষকে তোমার উপর জয়ী হতে দিয়ো না;তোমার সামনে অন্য জাতিদের বিচার হোক।