6. স্বর্গের মধ্যে এমন কে আছেযাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়?স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান?
7. পবিত্র দূতদের সভায় সকলে ঈশ্বরকে ভয় ও ভক্তি করে;তাঁর চারপাশের সকলের চেয়েতিনিই বেশী ভক্তিপূর্ণ ভয় জাগান।
8. হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,কে আছে তোমার মত শক্তিমান, হে সদাপ্রভু?তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।
9. ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।
10. তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।
11. মহাকাশ তোমার, জগৎও তোমার;এই পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।
12. উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের গান করে।