47. ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট;কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ!
48. কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না?এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকেনিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]
49. হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা?তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথতুমি দায়ূদের কাছে করেছিলে।
50. হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছেতা তুমি মনে করে দেখ;মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমানকেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।
51. হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে;অপমান করেছে তোমার অভিষিক্ত লোককেতাঁর প্রতিটি ব্যাপারে।