38. কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ।
39. তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছতা তুমি পায়ে মাড়িয়েছ;তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ।
40. তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;তাঁর সব দুর্গ ধ্বংস করেছ।
41. যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।
42. তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ;তাঁর শত্রুদের আনন্দিত করেছ।
43. তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ;তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি।
44. তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ;তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ।
45. তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ,লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা]
46. হে সদাপ্রভু, আর কতকাল?চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে?আর কতকাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?
47. ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট;কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ!
48. কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না?এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকেনিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]
49. হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা?তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথতুমি দায়ূদের কাছে করেছিলে।
50. হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছেতা তুমি মনে করে দেখ;মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমানকেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।
51. হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে;অপমান করেছে তোমার অভিষিক্ত লোককেতাঁর প্রতিটি ব্যাপারে।