23. তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবআর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।
24. আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে;আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।
25. আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।
26. সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়।’
27. আমিও তাকে আমার প্রথম সন্তান করব;পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব।
28. চিরকাল তার প্রতি আমার ভালবাসা থাকবে;তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।
29. আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব;যতদিন আকাশ থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে।
30. তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়আর আমার আইন-কানুন মেনে না চলে,
31. যদি তারা আমার নিয়ম অমান্য করেআর আমার আদেশ পালন না করে,