গীতসংহিতা 89:19-26 পবিত্র বাইবেল (SBCL)

19. একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,“আমি এক বীরকে সাহায্য করেছি;লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20. আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি;আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21. আমার শক্তির হাত তার সংগে থাকবে;আমার হাতই তাকে শক্তি দান করবে।

22. কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;কোন দুষ্ট লোক তাকে অত্যাচার করতে পারবে না।

23. তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবআর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।

24. আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে;আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।

25. আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।

26. সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়।’

গীতসংহিতা 89