8. সদাপ্রভু ঈশ্বর যা বলবেন আমি তা শুনব;তাঁর লোকদের কাছে, তাঁর ভক্তদের কাছেতিনি শান্তির কথা বলবেন;কিন্তু তারা যেন আর বোকামির দিকে না ফেরে।
9. যারা তাঁকে ভক্তি করে সত্যিই তাঁর উদ্ধার করার সময়তাদের কাছে এসে গেছে;এতে তাঁর মহিমা আমাদের দেশে বাস করবে।
10. অটল ভালবাসা ও বিশ্বস্ততার মিলন ঘটবে;ন্যায় এবং মংগল একে অন্যকে চুম্বন করবে।
11. দেশের মাটি থেকে বিশ্বস্ততা গজিয়ে উঠবে;স্বর্গ থেকে ন্যায় নীচে তাকিয়ে দেখবে।
12. যা ভাল সদাপ্রভু সত্যিই তা দেবেন,আর আমাদের দেশ ফসল দান করবে।