গীতসংহিতা 85:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, তোমার দেশের প্রতি তুমি দয়া দেখিয়েছ;তুমি যাকোবকে তার বন্দীদশা থেকে ফিরিয়ে এনেছ।

2. তোমার লোকদের অন্যায় তুমি ক্ষমা করেছ;তুমি তাদের সব পাপ ঢেকে দিয়েছ। [সেলা]

3. তোমার সমস্ত উপ্‌চে পড়া ক্রোধতুমি দূর করে দিয়েছআর তোমার জ্বলন্ত ক্রোধ থেকে ফিরেছ।

4. হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর,তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন;আমাদের প্রতি তোমার অসন্তোষ তুমি থামাও।

গীতসংহিতা 85