গীতসংহিতা 84:10-11 পবিত্র বাইবেল (SBCL)

10. অন্য জায়গায় হাজার দিন কাটানোর চেয়েতোমার ঘরের উঠানগুলোতে একটা দিন কাটানো অনেক ভাল;দুষ্ট লোকদের তাম্বুর মধ্যে বাস করার চেয়েবরং আমার ঈশ্বরের ঘরের দরজার চৌকাঠের কাছেদাঁড়িয়ে থাকা অনেক ভাল।

11. সত্যি ঈশ্বর সদাপ্রভুই সূর্য ও ঢালের মত;তিনি দয়া ও গৌরব দান করেন।যারা সৎ ভাবে চলে তাদের কোন ভাল জিনিস দিতেতিনি অস্বীকার করেন না।

গীতসংহিতা 84