1. হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, কি সুন্দর তোমার বাসস্থান!
2. আমার প্রাণ সদাপ্রভুর ঘরের উঠানগুলো দেখবার জন্যআকুল হয়ে উঠেছে,আর সেজন্য আমার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে;জীবন্ত ঈশ্বরের জন্য আমার দেহ ও মন আনন্দে চিৎকার করছে।
3. হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,আমার রাজা, আমার ঈশ্বর,তোমার বেদীর কাছে চড়াই পাখী ঘর পেয়েছে,খঞ্জন পাখীও বাচ্চা রাখবার বাসা পেয়েছে।
4. ধন্য তারা, যারা তোমার ঘরে থাকে;তারা সব সময় তোমার গৌরব করে। [সেলা]
5. তোমার কাছ থেকে যারা শক্তি পায় তারা ধন্য।ধন্য তারা, যাদের অন্তরে সিয়োনে যাবার পথের চিন্তা রয়েছে।
6. বাকা-উপত্যকার মধ্য দিয়ে যাবার সময়তারা জায়গাটাকে ফোয়ারার স্থান করে তোলে;প্রথম বর্ষার বৃষ্টি সেই জায়গাটাকে আশীর্বাদে ভরে দেয়।
7. যাওয়ার পথে তারা শক্তির উপরে শক্তি পায়;তারা প্রত্যেকে সিয়োনে ঈশ্বরের সামনে গিয়ে উপস্থিত হয়।
8. হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,আমার প্রার্থনা শোন;হে যাকোবের ঈশ্বর, আমার কথায় কান দাও। [সেলা]
9. হে ঈশ্বর, আমাদের ঢালকে দেখ;তোমার এই অভিষিক্ত লোকের উপর তোমার দয়ার চোখ রাখ।