3. তোমার লোকদের বিরুদ্ধে তারা পরামর্শ করছে,তুমি যাদের রক্ষা করছ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
4. তারা বলছে, “চল, আমরা জাতি হিসাবে ওদের শেষ করে দিই,যেন ইস্রায়েলের নাম আর কারও মনে না থাকে।”
5. তারা এক হয়ে ষড়যন্ত্র করছে;যারা তোমার বিরুদ্ধে চুক্তি করেছে তারা হল-
6. তাম্বুবাসী ইদোমীয়েরা, ইশ্মায়েলীয়েরা,মোয়াবীয়েরা ও হাগারীয়েরা,
7. গবালীয়েরা, অম্মোনীয়েরা, অমালেকীয়েরাআর সোর-বাসীদের সংগে পলেষ্টীয়েরা;
8. এমন কি, আসিরিয়েরাও তাদের সংগে যোগ দিয়েছেআর লোটের বংশধরদের ডান হাত হয়েছে। [সেলা]
9. তুমি মিদিয়নীয়দের প্রতি যা করেছিলে,কীশোন নদীর ধারে সীষরা আর যাবীনের প্রতি যা করেছিলে,এদের প্রতি তা-ই কর।
10. সীষরা আর যাবীন ঐন্দোরে ধ্বংস হয়ে গিয়েছিল;তারা জমির উপরে গোবরের মত পড়ে ছিল।
11. তাদের উঁচু পদের লোকদের দশা তুমি ওরেব ও সেবের মত কর;তাদের সব শাসনকর্তাদের দশা সেবহ ও সল্মুন্নের মত কর।
12. ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা ঈশ্বরের দেওয়া দেশটাদখল করে নিই।”