2. “আর কতকাল তোমরা অন্যায়ের শাসন চালাবে?কতকাল দুষ্টদের পক্ষে থাকবে? [সেলা]
3. তোমরা গরীব ও অনাথদের প্রতি ন্যায়বিচার কর,দুঃখী ও অভাবীদের ন্যায্য অধিকার রক্ষা কর,
4. গরীব ও কাংগালদের বাঁচাও;দুষ্টদের হাত থেকে তাদের রক্ষা কর।”
5. শাসনকর্তাদের জ্ঞান ও বিচারবুদ্ধি বলে কিছু নেই,তারা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে;জগৎ-সংসারের সব ভিত্তি টলমল করছে।
6. আমি বলেছিলাম, “তোমরা যেন ঈশ্বর,তোমরা সবাই মহান ঈশ্বরের সন্তান।
7. কিন্তু তবুও তোমরা মানুষের মতই মরবে;অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।”