গীতসংহিতা 81:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. ঈশ্বর, যিনি আমাদের শক্তি, তোমরা তাঁর উদ্দেশে আনন্দের ধ্বনি কর;যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ের ধ্বনি কর।

2. গান শুরু কর, খঞ্জনি বাজাও;বাজাও মধুর বীণা আর সুরবাহার।

3. আমাদের পর্বের দিন অমাবস্যায় আর পূর্ণিমায় শিংগা বাজাও;

4. ওটাই ইস্রায়েলের নিয়ম, যাকোবের ঈশ্বরের আইন।

5. যখন তিনি শাস্তি দেবার জন্য মিসর দেশের বিরুদ্ধে বের হলেনতখন যোষেফ-বংশের জন্য তিনি এই পর্বসাক্ষ্য হিসাবে স্থাপন করলেন।আমি এমন একটা বাণী শুনলাম যা আগে বুঝি নি।

6. সদাপ্রভু বললেন, “আমি তার কাঁধ থেকে বোঝা সরিয়ে দিলাম;ঝুড়ি বওয়া থেকে সে রেহাই পেল।

গীতসংহিতা 81