গীতসংহিতা 80:1-8 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ইস্রায়েলের পালক, তুমি আমাদের কথায় কান দাও;তুমি যোষেফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নিচ্ছ।তুমি করূবদের উপরে আছ,তোমার আলো তুমি ছড়িয়ে দাও।

2. তুমি ইফ্রয়িম, বিন্যামীন ও মনঃশি-গোষ্ঠীর সামনেতোমার শক্তিকে জাগিয়ে তোলআর আমাদের উদ্ধার করতে এস।

3. হে ঈশ্বর, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,আমরা তাতে উদ্ধার পাব।

4. হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ঈশ্বর,তোমার লোকদের প্রার্থনাতেআর কতকাল তুমি অসন্তুষ্ট থাকবে?

5. খাবার জিনিস হিসাবে তুমি চোখের জল তাদের খেতে দিয়েছআর প্রচুর চোখের জল পান করিয়েছ।

6. তুমি এমন করেছ যাতে প্রতিবেশী জাতিরাআমাদের নিয়ে ঝগড়া-বিবাদ করে।আমাদের শত্রুরা আমাদের নিয়েনিজেদের মধ্যে হাসি-তামাশা করে।

7. হে সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,আমাদের তুমি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও;তোমার দয়া আলোর মত করে আমাদের উপর পড়ুক,আমরা তাতে উদ্ধার পাব।

8. তুমি একটা আংগুর লতার মতমিসর দেশ থেকে আমাদের আনলে;অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়ে তুমি সেটা লাগালে।

গীতসংহিতা 80