7. তাহলে তারা ঈশ্বরের উপরে নির্ভর করবে;তাঁর কাজগুলো তারা ভুলে যাবে নাবরং তাঁর আদেশগুলো পালন করবে।
8. এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না;সেই পূর্বপুরুষদের অন্তর ঈশ্বরের প্রতি অটল ছিল নাআর মনও বিশ্বস্ত ছিল না।
9. ইফ্রয়িমের লোকেরা ধনুকধারী হলেওযুদ্ধের দিনে পিছু হটে গিয়েছিল।
10. তারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে নি,তাঁর আইন-কানুন মতে চলতে তারা অস্বীকার করেছিল।
11. তিনি যে কি করেছিলেন তা তারা ভুলে গিয়েছিল,ভুলে গিয়েছিল তাঁর আশ্চর্য কাজের কথাযা তিনি তাদের দেখিয়েছিলেন।
12. ইস্রায়েলীয়দের পূর্বপুরুষদের চোখের সামনেতিনি আশ্চর্য কাজ করেছিলেন;মিসরে ও সোয়ন এলাকায় তিনি তা করেছিলেন।
13. তিনি সাগর দু’ভাগ করে তার মধ্য দিয়ে তাদের নিয়ে গিয়েছিলেন;তিনি জলকে ঢিবির মত করে দাঁড় করিয়েছিলেন।
14. দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়েতিনি তাদের পথ দেখিয়েছিলেন।
15. মরু-এলাকায় পাথর ফাটিয়ে মাটির নীচের জল থেকেতিনি তাদের অনেক খাবার জল দিলেন।
16. পাহাড়ের মত পাথর থেকেতিনি জলের স্রোত বের করে আনলেন;সেই জল তিনি নদীর মত করে বইয়ে দিলেন।
17. কিন্তু তারা তাঁর বিরুদ্ধে পাপ করতেই থাকল;মহান ঈশ্বরের বিরুদ্ধে মরু-এলাকায় বিদ্রোহ করল।
18. তাদের ইচ্ছামত খাবার দাবি করেমনে মনে তারা ঈশ্বরকে পরীক্ষা করল।
19. তারা ঈশ্বরের বিরুদ্ধে এই কথা বলল,“ঈশ্বর কি মরু-এলাকায় খাবার দিয়েটেবিল সাজাতে পারেন?
20. তিনি পাথরে আঘাত করলেনআর তা থেকে উপ্চে পড়া জলের স্রোত বেরিয়ে আসল;তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন?তিনি কি তাঁর লোকদের জন্য মাংস যোগাতে পারেন?”
21. এ কথা শুনে সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন।যাকোবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল,ইস্রায়েলের বিরুদ্ধে তাঁর ক্রোধ জেগে উঠল;