61. তাঁর শক্তির চিহ্ন তিনি বন্দীদশায় পাঠালেন;তাঁর মহিমার চিহ্নটি তাঁর শত্রুদের হাতে দিলেন।
62. তাঁর লোকদের তিনি শত্রুর তলোয়ারের হাতে তুলে দিলেন;তাঁর নিজের লোকদের উপর তাঁর ক্রোধ উপ্চে পড়ল।
63. আগুন তাদের যুবকদের পুড়িয়ে ফেলল;তাদের কুমারী মেয়েদের জন্য বিয়ের গান হল না।
64. তলোয়ারের ঘায়ে তাদের পুরোহিতেরা মারা পড়ল;তাদের বিধবারা শোক প্রকাশ করতে পারল না।
65. তারপর প্রভু যেন ঘুম থেকে জাগলেন;তিনি আংগুর-রসের নেশা কাটিয়ে ওঠা বীরের মত করে জাগলেন।
66. তাঁর শত্রুদের তিনি পিছু হটিয়ে দিলেন;তাদের তিনি স্থায়ী অপমানের মধ্যে ফেললেন।
67. পরে তিনি যোষেফ-বংশের এলাকা অগ্রাহ্য করলেন,ইফ্রয়িম-গোষ্ঠীর এলাকা বেছে নিলেন না;
68. কিন্তু বেছে নিলেন যিহূদা-গোষ্ঠীর এলাকা-সেই সিয়োন পাহাড় যাকে তিনি ভালবাসতেন।