গীতসংহিতা 78:50-55 পবিত্র বাইবেল (SBCL)

50. তাঁর ক্রোধ প্রকাশের পথের বাধা তিনি দূর করে দিলেন;তিনি মৃত্যু থেকে তাদের রেহাই দেন নিবরং মড়কের হাতে তাদের তুলে দিলেন।

51. তিনি মিসর দেশের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আঘাত করলেন,আঘাত করলেন হাম-বংশের তাম্বুতেযৌবন-শক্তির প্রত্যেকটি প্রথম ফলকে।

52. এর পর তাঁর লোকদের তিনি ভেড়ার মত করেবের করে আনলেন,আর মরু-এলাকার মধ্য দিয়ে ভেড়ার পালের মত করেতাদের পরিচালনা করলেন।

53. তিনি তাদের নিরাপদে নিয়ে আসলেন,তাদের কোন ভয় হল না;কিন্তু সাগর তাদের শত্রুদের গিলে ফেলল।

54. শেষ পর্যন্ত তিনি তাঁর পবিত্র দেশে তাদের নিয়ে আসলেন,নিয়ে আসলেন সেই পাহাড়ী দেশেযে দেশ তাঁর শক্তিপূর্ণ হাতে তিনি দখল করেছিলেন।

55. তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের তিনি তাড়িয়ে দিলেন,আর সেই জাতিদের জায়গা-জমি তিনি জরীপ করেসম্পত্তি হিসাবে তাদের ভাগ করে দিলেন;তাদের ঘর-দুয়ারে ইস্রায়েলের গোষ্ঠীদের বাস করালেন।

গীতসংহিতা 78