গীতসংহিতা 78:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. তিনি যাকোবের বংশের উপর তাঁর আজ্ঞা জারি করেছেন,ইস্রায়েল জাতির জন্য তাঁর আইন-কানুন স্থাপন করেছেন;সেই আইন-কানুন তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতেতিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ করেছেন,

6. যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নিতারা সেগুলো জানতে পারেআর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।

7. তাহলে তারা ঈশ্বরের উপরে নির্ভর করবে;তাঁর কাজগুলো তারা ভুলে যাবে নাবরং তাঁর আদেশগুলো পালন করবে।

8. এতে তাদের পূর্বপুরুষদের মত তারা একগুঁয়ে ও বিদ্রোহী হবে না;সেই পূর্বপুরুষদের অন্তর ঈশ্বরের প্রতি অটল ছিল নাআর মনও বিশ্বস্ত ছিল না।

গীতসংহিতা 78