32. তবুও তারা পাপ করতেই থাকল,তাঁর আশ্চর্য কাজ দেখেও তাঁকে বিশ্বাস করল না।
33. তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেনআর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।
34. তিনি তাদের মেরে ফেলার পরবাকী লোকেরা তাঁর কথা মনে করল;তারা আবার তাঁর দিকে ফিরেআগ্রহের সংগে তাঁকে ডাকল।
35. তাদের মনে পড়ল ঈশ্বরই তাদের আশ্রয়-পাহাড়,মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।
36. কিন্তু তারা তখন মুখ দিয়ে ছলনা করল,জিভ্ দিয়ে তাঁর কাছে মিথ্যা কথা বলল।
37. তাদের অন্তর তাঁর প্রতি স্থির ছিল না;তাঁর ব্যবস্থার প্রতি তারা বিশ্বস্ত ছিল না।
38. তবুও তিনি মমতায় পূর্ণ বলে তাদের অন্যায় ক্ষমা করলেন,তাদের ধ্বংস করলেন না;তাঁর ক্রোধ তিনি বার বার দমন করলেন,তাঁর সম্পূর্ণ ক্রোধ জ্বলে উঠল না।
39. তিনি ভেবে দেখলেন তারা মানুষ মাত্র,তারা বয়ে যাওয়া বাতাসের মত যা ফিরে আসে না।
40. মরু-এলাকায় কতবার তাঁর বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে,সেই মরুভূমিতে কতবার তাঁকে দুঃখ দিয়েছে।
41. বার বার তারা ঈশ্বরকে পরীক্ষা করেছে,ইস্রায়েলের সেই পবিত্রজনকে কষ্ট দিয়েছে।