31. ঈশ্বরের ক্রোধ তাদের বিরুদ্ধে জেগে উঠল।তাদের কিছু শক্তিশালী যুবকদের তিনি মেরে ফেললেন;ইস্রায়েলের সেরা লোকদের তিনি তাঁর অধীনে আনলেন।
32. তবুও তারা পাপ করতেই থাকল,তাঁর আশ্চর্য কাজ দেখেও তাঁকে বিশ্বাস করল না।
33. তাই তিনি তাদের দিনগুলো বিফলতায় শেষ করে দিলেনআর বছরগুলো শেষ করে দিলেন ভয়ের মধ্য দিয়ে।
34. তিনি তাদের মেরে ফেলার পরবাকী লোকেরা তাঁর কথা মনে করল;তারা আবার তাঁর দিকে ফিরেআগ্রহের সংগে তাঁকে ডাকল।
35. তাদের মনে পড়ল ঈশ্বরই তাদের আশ্রয়-পাহাড়,মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।