1. হে আমার জাতির লোকেরা, আমার উপদেশ শোন;আমার মুখের কথায় কান দাও।
2. শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব;আমি পুরানো দিনের গভীর বিষয় নিয়ে কথা বলব।
3. এই সব কথা আমরা শুনেছি আর জেনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে বলে গেছেন।
4. তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না;আমরা পরের বংশধরদের কাছেসদাপ্রভুর গৌরবপূর্ণ কাজের কথা বলব;তাঁর শক্তির কথা আর তিনি যে সব আশ্চর্য কাজ করেছেনসেই সব কথা বলব।
5. তিনি যাকোবের বংশের উপর তাঁর আজ্ঞা জারি করেছেন,ইস্রায়েল জাতির জন্য তাঁর আইন-কানুন স্থাপন করেছেন;সেই আইন-কানুন তাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতেতিনি আমাদের পূর্বপুরুষদের আদেশ করেছেন,
6. যাতে পরের বংশধরেরা, যারা এখনও জন্মগ্রহণ করে নিতারা সেগুলো জানতে পারেআর তাদের সন্তানদের কাছে তা বলতে পারে।
7. তাহলে তারা ঈশ্বরের উপরে নির্ভর করবে;তাঁর কাজগুলো তারা ভুলে যাবে নাবরং তাঁর আদেশগুলো পালন করবে।