1. হে আমার জাতির লোকেরা, আমার উপদেশ শোন;আমার মুখের কথায় কান দাও।
2. শিক্ষা-ভরা উদাহরণের মধ্য দিয়ে আমি মুখ খুলব;আমি পুরানো দিনের গভীর বিষয় নিয়ে কথা বলব।
3. এই সব কথা আমরা শুনেছি আর জেনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে বলে গেছেন।
4. তাঁদের বংশধরদের কাছে আমরা তা গোপন রাখব না;আমরা পরের বংশধরদের কাছেসদাপ্রভুর গৌরবপূর্ণ কাজের কথা বলব;তাঁর শক্তির কথা আর তিনি যে সব আশ্চর্য কাজ করেছেনসেই সব কথা বলব।