3. আমি যখন ঈশ্বরের কথা ভাবতাম তখন দুঃখে কোঁকাতাম;ভাবতে ভাবতে আমি নিরাশ হয়ে পড়তাম। [সেলা]
4. তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।
5. অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
6. রাতের বেলায় আমার সব গানের কথা আমার মনে পড়ত;আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতামআর মনে মনে প্রশ্ন করতাম-
7. প্রভু কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন?তিনি কি আমাদের আর কখনও দয়া করবেন না?
8. তাঁর অটল ভালবাসা কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর প্রতিজ্ঞাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
9. ঈশ্বর কি দয়া করতে ভুলে গেলেন?তিনি কি ক্রোধে তাঁর করুণা বন্ধ করে দিলেন? [সেলা]
10. আমি বললাম, “এটাই আমার দুঃখ যে,মহান ঈশ্বরের ডান হাতখানা বদলে গেছে।”
11. সদাপ্রভুর সব কাজের কথা আমি মনে করব;হ্যাঁ, মনে করব পুরানো দিনে তোমার করাআশ্চর্য কাজগুলোর কথা।
12. তোমার সমস্ত কাজের বিষয়ে আমি ধ্যান করব;তোমার সব কাজের কথা ভেবে দেখব।
13. হে ঈশ্বর, তোমার চলার পথ পবিত্র;আমাদের ঈশ্বরের মত মহান কি কোন দেবতা আছে?
14. তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকেন;সব জাতির মধ্যে তোমার শক্তির পরিচয় তুমি দিয়েছ।
15. তুমি তোমার লোক যাকোব ও যোষেফের বংশধরদেরতোমার শক্ত হাতে মুক্ত করেছ। [সেলা]
16. হে ঈশ্বর, সাগরের জল তোমাকে দেখেছিল;তোমাকে দেখে জল অস্থির হয়ে উঠল,তার গভীর তলা পর্যন্ত কেঁপে উঠল।
17. মেঘ জল ঢেলে দিল, আকাশে বাজের গর্জন হল;তোমার বিদ্যুতের তীর এখানে ওখানে চম্কাতে লাগল।