6. হে যাকোবের ঈশ্বর, ঘোড়া আর রথচালকেরাতোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে।
7. তুমি, তুমিই খুব ভয়ানক;তোমার ক্রোধ জেগে উঠলেকে তোমার সামনে দাঁড়াতে পারে?
10. অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়;সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও।
11. তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে মানত করআর তা পূরণ কর।যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকেলোকে উপহার আনুক।