গীতসংহিতা 74:14-20 পবিত্র বাইবেল (SBCL)

14. লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলেআর তার দেহটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে।

15. তুমি ফোয়ারা ও ছোট নদীর পথ খুলে দিয়েছ;অনেক কালের বয়ে যাওয়া নদী তুমিই শুকিয়ে ফেলেছ।

16. দিন তোমার, রাতও তোমার;চাঁদ-তারা ও সূর্য তুমিই স্থাপন করেছ।

17. পৃথিবীর সব কিছুর সীমা তুমিই ঠিক করে দিয়েছ;তুমিই শীত ও গ্রীষমকাল তৈরী করেছ।

18. হে সদাপ্রভু, ভুলে যেয়ো নাশত্রুরা তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে,অসাড়-বিবেক লোকেরা তোমার নামের অপমান করেছে।

19. তোমার এই প্রিয় ঘুঘুকেতুমি বুনো পশুর হাতে তুলে দিয়ো না;তোমার অত্যাচারিত লোকদের জীবনের কথাতুমি চিরদিন ভুলে থেকো না।

20. তোমার ব্যবস্থার কথা তুমি ভেবে দেখ;দেশের সব লুকাবার স্থানের অনেক বাসস্থানঅত্যাচারে ভরে উঠেছে।

গীতসংহিতা 74