গীতসংহিতা 74:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ?তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধেকেন তোমার ক্রোধের আগুন ধূমিয়ে উঠছে?

2. মনে করে দেখ তোমার সেই লোকদের কথাযাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে,যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে।মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথাযাকে তুমি তোমার বাসস্থান করেছ।

3. চিরকালের এই ধ্বংসস্তূপের দিকেতুমি পা চালিয়ে এগিয়ে এস;পবিত্র স্থানে সব কিছুই শত্রুরা ছারখার করে দিয়েছে।

গীতসংহিতা 74