1. হে ঈশ্বর, তুমি চিরদিনের জন্য কেন আমাদের ত্যাগ করেছ?তোমার চারণভূমির ভেড়াদের বিরুদ্ধেকেন তোমার ক্রোধের আগুন ধূমিয়ে উঠছে?
2. মনে করে দেখ তোমার সেই লোকদের কথাযাদের তুমি অনেক কাল আগেই তোমার করে নিয়েছিলে,যে বংশকে তুমি তোমার অধিকার হিসাবে মুক্ত করে এনেছিলে।মনে করে দেখ সেই সিয়োন পাহাড়ের কথাযাকে তুমি তোমার বাসস্থান করেছ।
3. চিরকালের এই ধ্বংসস্তূপের দিকেতুমি পা চালিয়ে এগিয়ে এস;পবিত্র স্থানে সব কিছুই শত্রুরা ছারখার করে দিয়েছে।
4. যেখানে তোমার সংগে আমাদের মিলন হতসেই জায়গায় শত্রুরা গর্জন করে বেড়িয়েছে,সেখানে তারা নিজেদের নিশান তুলেছে।
5. অবস্থা দেখে মনে হয় যেন কেউ বনের গাছ কাটার জন্যকুড়াল চালিয়েছিল।
6. কুড়াল ও হাতুড়ি দিয়ে সমস্ত খোদাই করা কাজগুলোতারা চুরমার করে দিয়েছে।
7. তোমার পবিত্র স্থানে তারা আগুন লাগিয়েছে,তোমার থাকবার জায়গা মাটির সংগে মিশিয়ে দিয়েঅশুচি করেছে।
8. তারা মনে মনে বলেছে,“আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।”ঈশ্বরের সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলোতারা পুড়িয়ে দিয়েছে।
9. আমাদের জন্য কোন আশ্চর্য কাজ করা হচ্ছেএমন তো আর আমরা দেখি না;কোন নবীও আর নেই;এরকম যে আর কতদিন চলবেতা আমাদের কেউ জানে না।
10. হে ঈশ্বর, শত্রুরা আর কতদিন ঠাট্টা-বিদ্রূপ করবে?চিরদিনই কি শত্রুরা তোমার নামের অপমান করবে?
11. কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ?তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।
12. তবুও হে ঈশ্বর, অনেক কাল আগে থেকে তুমিই আমার রাজা;তুমিই এই দুনিয়ার বুকে উদ্ধারের কাজ করছ।
13. নিজের শক্তিতে তুমিই সাগরকে ভাগ করেছিলে;তুমিই সাগরের মধ্যে ভেংগে দিয়েছিলে জল-দানবদের মাথা।
14. লিবিয়াথনের মাথাগুলো তুমিই চুরমার করে দিয়েছিলেআর তার দেহটা মরুভূমির প্রাণীদের খেতে দিয়েছিলে।