গীতসংহিতা 73:3-7 পবিত্র বাইবেল (SBCL)

3. আমি দেখলাম, দুষ্টেরা বেশ সুখে আছে,সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;

4. কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় নাআর তাদের দেহও বেশ মোটাসোটা থাকে।

5. অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না;অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।

6. সেজন্য অহংকার হয় তাদের গলার হার,আর অত্যাচার হয় তাদের গায়ের কাপড়।

7. চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে;তাদের মনের কুমতলব উপ্‌চে পড়ছে।

গীতসংহিতা 73