গীতসংহিতা 72:7-16 পবিত্র বাইবেল (SBCL)

7. তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়;যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবনমংগলে মংগলে ভরে উঠুক।

8. তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,ইউফ্রেটিস্‌ নদী থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হোক।

9. মরু-এলাকার লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে প্রণাম করুক।

10. তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক;শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।

11. সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।

12. যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরাসাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।

13. অসহায় ও অভাবীদের তিনি দয়া করবেনআর অভাবীদের বাঁচাবেন।

14. অত্যাচার ও আক্রমণের হাত থেকেতিনি তাদের প্রাণ রক্ষা করবেন;তাঁর চোখে তাদের রক্তের দাম অনেক।

15. তিনি অনেক দিন বেঁচে থাকুন;শিবা দেশের সোনা তাঁর কাছে আসুক।সব সময় তাঁর জন্য প্রার্থনা হতে থাকুক;সারা দিন ধরে তাঁর উপর আশীর্বাদ ঝরে পড়ুক।

16. দেশে প্রচুর শস্যের ফলন হোক,তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্‌শন্‌ শব্দ উঠুক;শহর থেকে বেরিয়ে আসা লোকেরাযেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।

গীতসংহিতা 72