16. দেশে প্রচুর শস্যের ফলন হোক,তা পাহাড়গুলোর চূড়ার উপরেও হোক।ক্ষেতের ফসলে লেবাননের বনের শন্শন্ শব্দ উঠুক;শহর থেকে বেরিয়ে আসা লোকেরাযেন মাঠের ঘাসের মত প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়।
17. তাঁর সুনাম চিরকাল স্থায়ী হোক;সূর্য যতদিন আলো দেবেততদিন তাঁর সুনাম বহাল থাকুক।তাঁর মধ্য দিয়ে সমস্ত জাতি যেন আশীর্বাদ পায়;তারা তাঁকে ধন্য বলুক।
18. সদাপ্রভু ঈশ্বর, যিনি ইস্রায়েলের ঈশ্বর, তাঁর গৌরব হোক;কেবল তিনিই আশ্চর্য আশ্চর্য কাজ করেন।
19. চিরকাল তাঁর মহিমাপূর্ণ নামের প্রশংসা হোক;সারা দুনিয়া তাঁর মহিমায় পূর্ণ হোক।আমেন, আমেন।