10. তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক;শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
11. সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।
12. যে সব অভাবী, অত্যাচারিত ও অসহায় লোকেরাসাহায্যের জন্য কাঁদছে তাদের তিনি উদ্ধার করবেন।