1. হে ঈশ্বর, বিচার করার যে অধিকার তোমার আছেতা তুমি এই রাজাকে দান কর;এই রাজপুত্রকে তোমার ন্যায়ের জ্ঞান দান কর;
2. যাতে তিনি ন্যায়ভাবে তোমার লোকদের বিচার করতে পারেনআর অত্যাচারিতদের সুবিচার করতে পারেন।
3. তাঁর ন্যায় কাজের মধ্য দিয়ে লোকদের জন্যপাহাড়-পর্বতে ভরা দেশটা মংগলে ভরে উঠুক।
4. তাঁর রাজ্যের অত্যাচারিত লোকদের উপরতিনি ন্যায়বিচার করুন;তাঁর গরীবদের বাঁচান আর অত্যাচারীদের চুরমার করুন।
5. যতদিন চাঁদ-সূর্য থাকবে ততদিন বংশের পর বংশ ধরেলোকে তাঁকে ভক্তিপূর্ণ ভয় করুক।
6. ঘাস কেটে নেওয়া জমির উপর বৃষ্টি পড়লে যেমন হয়তিনি যেন তেমনি হন;তিনি যেন মাটি ভিজানো বৃষ্টিধারার মত হন।
7. তাঁর আমলে ঈশ্বরভক্তেরা যেন প্রচুর আশীর্বাদ পায়;যতদিন চাঁদ থাকবে ততদিন তাদের জীবনমংগলে মংগলে ভরে উঠুক।
8. তাঁর রাজ্যের সীমা সাগর থেকে সাগর পর্যন্ত,ইউফ্রেটিস্ নদী থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হোক।
9. মরু-এলাকার লোকেরা তাঁর কাছে নত হোকআর তাঁর শত্রুরা তাঁকে প্রণাম করুক।
10. তর্শীশ আর দ্বীপগুলোর রাজারা তাঁকে কর দিক;শিবা ও সবা দেশের রাজারাও তাঁর পাওনা উপহার তাঁকে দিক।
11. সমস্ত রাজারা তাঁর কাছে মাথা নীচু করুকআর সমস্ত জাতি তাঁর সেবা করুক।