4. হে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে,মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুঠো থেকে,তুমি আমাকে উদ্ধার কর।
5. হে প্রভু সদাপ্রভু, তুমিই আমার আশা,যুবা বয়স থেকে তুমিই আমার ভরসা।
6. জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল;তুমিই আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছ।তুমিই সব সময় আমার গৌরবের বিষয়।
7. আমাকে দেখে অনেকে হাঁ করে চেয়ে থাকে,কিন্তু তুমিই আমার অটল আশ্রয়।
8. আমার মুখে তোমার গুণগান লেগেই আছে,তা সারা দিনই তোমার গৌরবের কথা বলে।
9. আমার এই শেষ বয়সে আমাকে ফেলে দিয়ো না;আমার শক্তি ফুরিয়ে গেছে, আমাকে ত্যাগ কোরো না।
10. আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে;যারা আমাকে মেরে ফেলতে চায়তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।
11. তারা বলছে, “ঈশ্বর ওকে ত্যাগ করেছেন;ওকে তাড়া করে ধরে ফেল, ওকে বাঁচাবার কেউ নেই।”
12. হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না;হে আমার ঈশ্বর, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।