21. আমি চাই তুমি যেন আমার সম্মান বাড়িয়ে দাও,আবার আমাকে সান্ত্বনা দাও।
22. হে আমার ঈশ্বর, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়েআমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব;হে ইস্রায়েলের সেই পবিত্রজন,আমি সুরবাহারে তোমার প্রশংসা-গান করব।
23. আমি যখন তোমার প্রশংসা-গান গাইবআমার মুখ তখন চিৎকার করে আনন্দধ্বনি করবে;আমার অন্তর তোমার প্রশংসা-গান গাইবে,কারণ তুমিই আমাকে মুক্ত করেছ।