গীতসংহিতা 71:17-20 পবিত্র বাইবেল (SBCL)

17. হে ঈশ্বর, যৌবন কাল থেকে তুমিই আমাকে শিক্ষা দিয়েছ;আজও আমি তোমার আশ্চর্য কাজের কথা প্রচার করছি।

18. হে ঈশ্বর, আজ বুড়ো হয়ে চুল পেকে গেলেওতুমি আমাকে ত্যাগ কোরো না;পরের বংশধরদের কাছে তোমার ক্ষমতার কথা,ভবিষ্যৎ বংশধরদের কাছে তোমার শক্তির কথাআমাকে ঘোষণা করতে দাও।

19. হে ঈশ্বর, তোমার ন্যায় কাজ যেন আকাশ ছুঁয়েছে;সব মহান কাজ তুমিই করেছ;হে ঈশ্বর, তোমার সমান আর কে আছে?

20. যদিও তুমি আমার উপর অনেক কষ্ট আর বিপদ এনেছ,তবুও তুমিই আবার আমার প্রাণ জীবিত করে তুলবে;মাটির তলা থেকে তুলে আনার মত করেআবার তুমি আমাকে তুলে আনবে।

গীতসংহিতা 71