12. অন্যায়কারী যদি না ফেরেতবে তিনি তাঁর তলোয়ারে শান দেবেনআর তাঁর ধনুক বাঁকিয়ে ঠিক করে নেবেন।
13. তিনি তাঁর মারণ-অস্ত্র ঠিক করে রেখেছেন,আর তাঁর জ্বলন্ত তীর তৈরী করছেন।
14. অন্যায়কারী মন্দকে গর্ভে ধরে,অন্যায়কে গর্ভে নিয়ে প্রসব বেদনায় ভোগেআর মিথ্যাকে প্রসব করে।
15. গর্ত খুঁড়ে সে তার মধ্য থেকে মাটি তুলে ফেলেআর নিজের গর্তে নিজেই পড়ে।
16. তার অন্যায়ের বোঝা তার নিজের মাথাতেই ফিরে আসে;সে যে অত্যাচার করে তা তারই মাথার উপরে নেমে আসে।