6. হে প্রভু, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু,যারা তোমার অপেক্ষায় থাকেআমার দরুন তারা যেন লজ্জা না পায়।হে ইস্রায়েলের ঈশ্বর, যারা তোমাকে জানবার জন্য আগ্রহীতারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।
7. আমি তোমার জন্যই অপমান সহ্য করেছি,অসম্মানে আমার মুখ ঢেকে গেছে।
8. আমার ভাইদের কাছে আমি যেন অচেনা হয়ে গেছি,মায়ের পেটের ভাইদের কাছে বিদেশী হয়েছি।