17. তোমার দাসের দিক থেকেতোমার মুখ তুমি ফিরিয়ে রেখো না;আমি বিপদে পড়েছি, আমাকে শীঘ্র উত্তর দাও।
18. তুমি আমার কাছে এসে আমাকে ছাড়িয়ে নাও;তুমি আমাকে মুক্ত কর, কারণ আমার শত্রু রয়েছে।
19. আমি যে কত ঘৃণা, লজ্জা ও অসম্মানের পাত্র হয়েছিতা তো তুমি জান;আমার শত্রুরা সবাই তোমার সামনে রয়েছে।
20. ঘৃণা আমার মন ভেংগে দিয়েছে,তাতে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি।আমার দুঃখে যেন অন্যে দুঃখ বোধ করেসেটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমি তা পাই নি।সান্ত্বনা দেবে এমন লোক আমি চেয়েছিলাম,কিন্তু তেমন কাউকে পেলাম না।
21. আমার খাবারে তারা বিষ দিয়েছিলআর পিপাসার সময় দিয়েছিল সিরকা।
22. তাদের ভোজের উৎসবগুলো ফাঁদ হোক,আর নিরাপদে থাকার ভাবটাই হোক তাদের জালের ফাঁদ।
23. তাদের চোখ অন্ধ হোক যেন তারা দেখতে না পায়,আর সব সময় তাদের কোমরে খিঁচুনি ধরে যাক।
24. তোমার ভীষণ অসন্তোষে তুমি তাদের বকুনি দাও;তোমার জ্বলন্ত ক্রোধ তাদের ধরে ফেলুক।
25. তাদের থাকার জায়গা খালি হয়ে পড়ে থাকুক;তাদের তাম্বুতে বাস করার কেউ না থাকুক।
26. তুমি যাকে শাস্তি দিয়েছতারা তাকেই অত্যাচার করেছে;যাদের তুমি আঘাত করেছতাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।