20. আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি উদ্ধার করেন;প্রভু সদাপ্রভু মৃত্যু থেকে রক্ষা করেন।
21. ঈশ্বর নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন;যারা পাপে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথাতিনি চুরমার করে দেবেন।
22. প্রভু বললেন, “আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব;সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব,
23. যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায়আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”