গীতসংহিতা 68:16-27 পবিত্র বাইবেল (SBCL)

16. ওহে অনেক চূড়ার পাহাড়,ঈশ্বর যে পাহাড়কে নিজে থাকার জন্য বেছে নিয়েছেনতুমি হিংসার চোখ নিয়ে কেন তার দিকে চেয়ে আছ?সেটাই তো সদাপ্রভুর চিরকালের বাসস্থান।

17. ঈশ্বরের রথ হাজার হাজার, লক্ষ লক্ষ;প্রভু সেগুলোর মধ্যে পবিত্র জায়গায় আছেন,যেমন তিনি সিনাই পাহাড়ে ছিলেন।

18. যখন তুমি স্বর্গে উঠলেতখন পরাজিত বন্দীদের চালিয়ে নিয়ে গেলে।লোকদের মধ্যে, এমন কি, বিদ্রোহীদের মধ্যে থাকার সময়তোমার কাছে অনেক দান এসেছিল,যাতে তুমি, হে সদাপ্রভু ঈশ্বর, তাদের মধ্যে থাকতে পার।

19. ধন্য প্রভু, তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন;তিনিই আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর। [সেলা]

20. আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি উদ্ধার করেন;প্রভু সদাপ্রভু মৃত্যু থেকে রক্ষা করেন।

21. ঈশ্বর নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন;যারা পাপে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথাতিনি চুরমার করে দেবেন।

22. প্রভু বললেন, “আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব;সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব,

23. যাতে তোমার পা তোমার শত্রুদের রক্ত দলে যায়আর তোমার কুকুরগুলো যেন তা ইচ্ছামত চেটে খেতে পারে।”

24. হে ঈশ্বর, লোকে তোমার উৎসব-যাত্রা দেখেছে,দেখেছে পবিত্র জায়গার দিকে আমার ঈশ্বরের যাত্রা,যিনি আমার রাজা।

25. প্রথমে যাচ্ছে গায়কেরা, তাদের পিছনে যাচ্ছে বাজনা বাদকেরা;খঞ্জনি-বাজানো মেয়েদের মাঝখানে তারা চলেছে।

26. তোমাদের সব সভার মধ্যে ঈশ্বরের গৌরব কর;তোমরা যারা ইস্র্রায়েল-বংশের লোক,তোমরা সদাপ্রভুর গৌরব কর।

27. সবার ছোট যে বিন্যামীন,ঐ যাচ্ছে তার বংশ, যাদের হাতে আছে রাজদণ্ড;ঐ যে যিহূদার নেতারা, যারা দলে ভারী;ঐ যে সবূলূনের নেতারাআর ঐ যায় নপ্তালির নেতারা।

গীতসংহিতা 68