2. যেন পৃথিবীর সবাই তোমার পথ জানতে পারেএবং সমস্ত জাতি তোমার দেওয়া উদ্ধার পেয়েতা কাজে লাগাতে পারে।
3. হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক;সমস্ত জাতিই তা করুক।
4. জাতিরা খুশী হোক ও আনন্দ-গান করুক,কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবেআর এই পৃথিবীতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
5. হে ঈশ্বর, জাতিরা তোমার গৌরব করুক;সমস্ত জাতিই তা করুক।
6. জমি তার ফসল দিয়েছে;ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের আশীর্বাদ করেছেন।