9. তুমিই পৃথিবীর মাটির উপর নজর রাখআর তাতে জল দিয়ে থাক;তুমিই তার উর্বরতা অনেক বাড়িয়ে দাও;তোমার কাছ থেকে বৃষ্টির ধারা নেমে আসে;তুমি মানুষকে ফসল দিয়ে থাক।এইভাবে তুমি মাটি তৈরী করে থাক-
10. চাষ-করা জমির খাঁজগুলো তুমি জল ভরে দাওআর তার দু’ধার সমান কর;ভারী বৃষ্টি দিয়ে মাটি নরম করআর তাতে নতুন গজানো চারাকে আশীর্বাদ কর।
11. তুমি বছরকে অনেক আশীর্বাদ দিয়ে মংগল করেছ;তোমার চলার পথে প্রচুর আশীর্বাদ ঝরে পড়ে।