1. আমার অন্তর নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করছে,কারণ তিনিই আমার উদ্ধারকর্তা।
2. কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;তিনিই আমার দুর্গ, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
3. আর কতদিন একজন মানুষের উপরতোমাদের এই সব আক্রমণ চলবে,যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করেতোমরা সবাই তাকে শেষ করে দিতে পার?