3. তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ;শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী দুর্গ।
4. তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি;তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5. হে ঈশ্বর, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ;তোমাকে যারা ভক্তি করেতাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছতা তুমি আমাকেও দিয়েছ।
6. তুমি রাজার আয়ু বাড়িয়ে দেবে;তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7. তিনি চিরকাল ঈশ্বরের সামনে বাস করবেন;তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততাকেতুমি কাজে লাগাও।